ইদানীং একটি বিষয় লক্ষ্য করা করা যাচ্ছে যে, একশ্রেণির হ্যাকার / প্রতারক ভাতাভোগীদেরকে সমাজসেবা অফিসের কর্মকর্তা/ কর্মচারী পরিচয় দিয়ে ফোন দিয়ে ভাতা সচল করার শর্তে / ভাতা কেটে দেওয়ার ভয় দেখিয়ে/ ভাতা করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভাতোভোগীদের ফোনে সংখ্যা বিশিষ্ট মেসেজ পাঠায়। হ্যাকাররা ভাতাভোগীদেরকে সে সংখ্যা বলতে বলে এবং পরে তাদের টাকা হাতিয়ে নিচ্ছে।
সমাজসেবা অফিস থেকে কোন কাজে কোন মেসেজ পাঠানো হয় না এবং ভাতাভোগীদের কাছে তাদের পিন নাম্বার চাওয়া হয় না।
ওটিপি / পিন দিয়ে কেউ প্রতারিত হলে সমাজসেবা অফিস দায়ী থাকবে না।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস